• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

‘বিডিআর বিদ্রোহ’ কেন হয়েছিল, জানালেন ফজলুর রহমান

সম্পাদক / ২২৪ Time View
সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

‘বিডিআর বিদ্রোহ’ কোনো দাবি আদায়ের নয়, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আ ল ম ফজলুর রহমান বলেন, “তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাই কমিশনের মাধ‍্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার (শেখ হাসিনা) ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ২ মাসের মধ‍্যে দেশের কাজ শেষ করে বাইরের কাজগুলো শুরু করা হবে।”

তদন্ত কমিশনের সভাপতি জানান, তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চান, যেন ২৫ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে।

এর আগে, বিডিআর হত‍্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।

১৫ বছর আগে রক্তে রঞ্জিত হয় তৎকালীন বিডিআর সদর দপ্তর। দুই দিনে পিলখানায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে সেখান থেকে বেঁচে ফেরেন ৫৫ জন। এখনো বয়ে বেড়ানো দগদগে ক্ষত ক্ষোভের স্ফুলিঙ্গ হয়ে চোখে-মুখে ফুটে ওঠে তাদের স্মৃতিচারণে।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, “চরমভাবে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করা হয়েছিল। গলা টিপেও হত্যা করা হয়। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি।”

এদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল ডিসেম্বরে ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার গল্প।

বিডিআর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের ওপর আঘাত দাবি করে শহীদ পরিবারের সন্তানরা বলছেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা। বিচার হোক দোষীদের।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category