• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে আ.লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

মাসুম খান / ৭৩ Time View
সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় বিভিন্ন মামলার আসামি।

সোমবার (৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার ৪২ জনের মধ্যে ১৬ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে আছেন। তারা হলেন- নগরীর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের দুই নম্বর ইউনিটের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুমান (৩০), নগর ছাত্রলীগের সহ-সম্পাদক জহির উদ্দিন (৪৭), উপছাত্র বিষয়ক সম্পাদক আবির সেনগুপ্ত (৩০), হকার্স লীগের স্টেশন রোড ইউনিটের সভাপতি অনিক সেন গুপ্ত (৩০), একই সংগঠনের কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), ইকবাল হোসেন (৩৪), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৩০), নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলী (৫৫), একই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম (২৫), সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪) এবং কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান (৩৫)।

এ ছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), ইশতিয়াক মুন্না (৩৫), ইলিয়াছ (৫১), মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান হিরা (৫৩), মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), ফরহাদ (২৮), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) এবং সাইফুল ইসলাম (৩০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category