• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু

মাসুম খান / ৬২ Time View
সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। ২২ দিন বন্ধ থাকার পর বোল্ডার পাথর আমদানি শুরু হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ওপারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বোল্ডার পাথর আমদানি শুরু করে।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি বুড়িমারী স্থলবন্দর ও চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় পাথরের বাজারমূল্য এবং ব্যবসায়িক পরিবেশ পর্যালোচনা করে রপ্তানি ও আমদানি পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও দাম পুনর্নির্ধারণ হয়নি, তবে বাজার পরিস্থিতি অনুযায়ী দাম নির্ধারণে উভয়পক্ষ একমত হয়। পাথরের দাম নির্ধারণ ও বাজার পর্যবেক্ষণের জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

জানা গেছে, বোল্ডার পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রাখে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানি মূল্য ডলার বেশি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাথরের ডলার মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের সঙ্গে চিঠি আদান-প্রদান করে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা বর্ডারে গিয়ে অনানুষ্ঠানিকভাবে ভারতের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জানিয়ে এসেছি তারা পাথর নিজ নিজ আমদানিকারকের সঙ্গে কথা বলে চালু করে দিবে। তাদের গাড়ির কোনো সমস্যা হবে না। আমি মনে করি আমাদের যে আন্দোলন ছিল পাথরের দাম কমানোর সেটা প্রায় শতভাগ সফল হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। আমরা একটা বাজার মনিটরিং কমিটি করেছি, তারা বাজারটা মনিটরিং করবে। আজকে দুপুরের পর থেকেই বোল্ডার পাথর আমদানি শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category