চাঁদপুরের নির্যাতিত নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের হাইকমান্ড। আগামী দুদিনের মধ্যে তাকে লিখিত জবাব কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
গত শনিবার সংক্ষিপ্ত সফরে আজম খান শতাধিক গাড়িসহ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে চাঁদপুরে আসেন এবং শহরের হাসান আলী মাঠে পথসভা করেন।