চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ভেতরে পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একপর্যায়ে তাদের ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বের কেরে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা অস্বীকার করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু। তবে ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় ইউপি সদস্যদের মারধরের ফুটেজ দেখা যায়।
আহত ইউপি সদস্য সোহেল বলেন, ইউনিয়ন পরিষদের সচিব মঙ্গলবার পরিষদ কাযালয়ে ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়ে অনুষ্ঠানে আসার দাওয়াত দেন। সেই দাওয়াতে মঙ্গলবার দুপুরে তিন নারী ইউপি সদস্যসহ ৯ জন সদস্য অনুষ্ঠানস্থলে আসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা ছিলো সহকারী কমিশনার (ভূমি) ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের অর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন। তবে তিনি অনুষ্ঠানে আসেননি।
সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে ইউনিয়নের পরিষদের সচিব মিটিং করার কারণে স্থানীয় জনগণ ক্ষেপে যায়। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া কারও উপর হামলা করা হয়নি।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই। উপজেলায় বিশেষ কাজ থাকাতে আমি অনুষ্ঠানেও যেতে পারিনি।