• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

ইফতারের সময় পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা

মাসুম খান / ৫১ Time View
সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

পাকিস্তানে ইফতারের সময় জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এ হামলা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। এলাকাটি সেনাদের নিয়ন্ত্রণাধীন। সেখানে থাকা সামরিক স্থাপনায় যাওয়ার চেষ্টা ছিল হামলাকারীদের। কিন্তু ভিড়ের কারণে গাড়ি দ্রুত এগোতে পারেনি। সেনাদের লক্ষ্যবস্তু করার আগেই সেটি বিস্ফোরিত হয়।

ফলে সাত শিশুসহ কমপক্ষে ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বাসিন্দারা ইফতার করছিলেন। একই সময়ে স্থানীয় বাজারে ক্রেতাদের ভিড় ছিল। কেউ কিছু বুঝে উঠার আগেই পরপর দুটি বিস্ফোরণ হয়। ভয়ংকর বিস্ফোরণে ঘটনাস্থলের কাছের একটি মসজিদের ছাদ ভেঙে পড়ে।

কর্মকর্তারা আরও বলেন, বিস্ফোরণের পর আরও জঙ্গিরা সামরিক স্থাপনায় প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। গুলি বিনিময়ে ছয় জঙ্গি নিহত হয়েছেন বলে কর্মকর্তা জানান।

বান্নু হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ নওমান বলেন, হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। কেউ ধসে পড়া ভবন ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন। হাসপাতালের একটি তালিকা থেকে জানা গেছে, নিহতদের মধ্যে কমপক্ষে সাতজন শিশু রয়েছে। স্থানীয় ‘রেসকিউ ১১২২’ পরিসেবা জানিয়েছে, তারা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও হতাহতের সন্ধান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category