• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

মাসুম খান / ৪৯ Time View
সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে সারা রাত ঘটনাস্থল ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, প্রবর্তনা নামের ওই প্রতিষ্ঠানটি কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থনীতিবিদ ফরিদা আখতারের প্রতিষ্ঠান।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করেছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এটি মূলত ক্যাটারিং সার্ভিসের প্রতিষ্ঠান।

হাফিজুর রহমান জানান, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতল জব্দ করা হয়। এই ঘটনায় কারা জড়িত তা সিসি ক্যামেরার ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন মোহাম্মদপুর থানার এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category