• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

জাহাজের মাল লুট, উদ্ধার অচেতন ছয় শ্রমিক

মাসুম খান / ৪৬ Time View
সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর চরে এম. বি শাকিল পরিবহন (এম ২৫৯১২) নামে একটি কয়লাবাহী জাহাজ থেকে অচেতন অবস্থায় ৬ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নাছির হোসেন নামে এক একজনকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে। অন্য আহতরা হলেন জাহাজের মাস্টার আবুল হাশেম, ইঞ্জিন কর্মকর্তা বিপ্লব, বাবুর্চি নিদু মিয়া, স্কট মো. শান্ত ও শাওন। আহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জাহাজের মাস্টার আবুল হাশেম জানান, গত বৃহস্পতিবার মংলা থেকে জাহাজে কয়লা বোঝাই করে ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা দিই। মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালী নামক স্থানে নদীতে জাহাজ নোঙর করে ইফতার ও তারাবি নামাজ পড়ে বিশ্রাম করি। হয়তো ঘুমিয়ে পরেছিলাম, এরপর এখানে কীভাবে এলাম বলতে পারি না।

স্থানীয় সেলিম ব্রিকস ইটভাটার ম্যানেজার সরোয়ার হোসেন মন্টু মিয়া, সেহেরি খাওয়ার পর নদীর চরে এ জাহাজটি আটকে থাকতে দেখি। ইঞ্জিন সচল ছিল। আমরা ওপর থেকে বারবার চিৎকার করে সমস্যা জানার চেষ্টা করছি, কিন্তু কোনো উত্তর না পেয়ে দুপুরের দিকে ট্রলারে জাহাজের কাছে গিয়ে লোকজনের হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় দেখতে পেয়ে আমার মালিককে অবহিত করি। পরে পুলিশ ও সাংবাদিকরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং জাহাজটি নিরাপদে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category