বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তাই সরকারের কাছে আমি অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার জন্য দাবি করছি।
শনিবার (৮ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
আব্দুস সালাম পিন্টু বলেন, আজকে বাংলাদেশ নানাভাবে ষড়যন্ত্রের সম্মুখীন। দেশকে অস্তিত্বহীন বানানোর জন্য ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট সরকারের দোসরা। তারা দেশের প্রতিটি কোনায় কোনায় এখনও বিদ্যমান রয়েছে। এ রমজান মাসে মহান আল্লাহ তায়ালার কাছে আমাদেরকে দোয়া চাইতে হবে, যেন মহান আল্লাহ তায়ালা এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে না আসতে পারে।
তিনি আরও বলেন, এ দেশে সকল ষড়যন্ত্র বাধা পেরিয়ে দেশটাকে আবার যেন নতুন আঙ্গিকে ঢেলে সাজানো যায়, সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি পূর্ণ প্রতিষ্ঠার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওমরা খান দিপু, মোস্তাফিজুর রহমান বাবু ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম।