• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

ঈদের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছেন ফুটপাতে

মাসুম খান / ৩৫ Time View
সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। সাধ্যের মধ্যে ছোট-বড় সবাই চান ভালো পোশাক পরতে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাদ পূরণ হয় না অনেকের। নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা নামিদামি ব্র্যান্ড পছন্দ করলেও কেনার সামর্থ্য নেই। বড় বড় শপিংমলে যেতে তারা সাহস পান না।

তাই ঈদের কেনাকাটায় তাদের ভরসার জায়গা ফুটপাতের দোকানগুলো। আয় ও ব্যয়ের টানাপোড়েনে থাকা মানুষরা বলছেন, ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে, কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি। এ জন্য ঈদের কেনাকাটায় ফুটপাতই ভরসা।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন ঈদ বাজার ঘুরে এবং মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা জানান, ধনবাড়ী শহরের বড় বড় মার্কেটে গেলে কাপড়ের দাম অনেক বেশি চায়। সেই সামর্থ্য তাদের নেই। এজন্য ফুটপাতকেই কেনাকাটার জন্য বেছে নিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের হাজারো মানুষ ঝুঁকছেন ফুটপাতে। ফলে সেখানে ক্রেতার সমাগম বেড়েছে। সুযোগ বুঝে বিক্রেতারা তাদের পণ্যের চড়া দাম হাঁকাচ্ছেন।

তবে দাম বেশি চাইলেও দোকানিরা পারতপক্ষে ফিরিয়ে দিচ্ছেন না ক্রেতাদের। ঈদের বাজারে পণ্য বিক্রি করতে না পারলে পরে লোকসান গুনতে হবে এমন আশঙ্কা থেকে অল্প লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান বিক্রেতারা। ধনবাড়ীর নিউমার্কেট, সমবায় সুপার মার্কেট এলাকা ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

ক্যামেলিয়া টাওয়ারের পশ্চিম পাশের ফুটপাতে দোকানি ও আশপাশের অন্য দোকানিরাও কম লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান এই বিক্রেতারা। মেয়ের জন্য ঈদের পোশাক কিনতে এসেছেন আলম মিয়া। তিনি বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষের ভরসা এই ফুটপাতই। মার্কেটে ঢুকতে সাহস পাই না। রাস্তা থেকে ভালো দেখে কেনার চেষ্টা করছি। মার্কেট থেকে কিছুটা কম দামে পাওয়া যায় এখানে।

ঈদের কেনাকাটা করতে আসা সাজেদা বেগম বলেন, স্বামী, ছেলে, মেয়ে ও নিজের জন্য পোশাক কিনতে এসেছি। ফুটপাতেও অনেক সময় ভালো কিছু পাওয়া যায়। তবে দেখে কিনতে হয়। আবার কিছু জিনিস মার্কেট থেকেও কিনব। যেখানে যেটা ভালো পাই নেব।

এদিকে নিম্নবিত্তের ঈদবাজারে মধ্যবিত্তের ভিড় বাড়ার বিষয়টি ভিন্ন দৃষ্টিতে দেখছেন অন্যান্য মানুষ, তাদের ভাষ্য, মধ্যবিত্তদের একটি অংশ শুধু নিম্নবিত্তের বাজার থেকে ঈদ কেনাকাটাই নয়, খাদ্যসহ জীবন ধারণের সব ধরনের পণ্যই কিনছেন। কারণ, মূল্যস্ফীতির চাপে পরোক্ষভাবে তাদের আয় কমে গেছে। এ ছাড়া নতুন করে লাখ লাখ মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের কাতারে নেমে এসেছেন। যার পরিসংখ্যান এখনো অজানা।

সারি সারি এসব দোকান থেকে পছন্দমতো জামা-কাপড় কিনছেন অনেকে। ধনবাড়ীর অনেক মানুষের নামিদামি শপিংমলে কেনাকাটার ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ফুটপাতের দোকানে ছুটছেন। প্রিয়জনকে ঈদের পোশাকসহ প্রয়োজনীয় অন্যান্য পণ্য কিনে দেন ফুটপাত থেকেই।

নিম্ন আয়ের মানুষের কেনাকাটার জায়গা ফুটপাতে তুলনামূলক বেশি আয়ের মানুষেরও আনাগোনা দেখা যায়। অবশ্য এসব বিষয়ে নিয়ে ফুটপাতের ব্যসায়ীরা বলছেন, এবার ধনবাড়ীর বিভিন্ন মার্কেটের চেয়ে ফুটপাতে ক্রেতাদের একটু বেশি ভিড় লক্ষ করা যাচ্ছে। বেশ ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ফুটপাতের এসব ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category