• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত

মাসুম খান / ২ Time View
সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন এবং সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন করতে হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

 

হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে উঠতে পারে না; আবার এটাও একমাত্র সমাধান নয়। এর সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে।

 

 

সাবেক এ সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আজাদ আরও বলেন, ইউএনও এবং জেলা প্রশাসককে স্যার বলা উচিত নয়; বরং তাদের উচিত জনগণকে স্যার বলা। এ ছাড়া এমপি সংসদের আইন প্রণয়নে ভূমিকা পালন করবে। স্থানীয় সরকার ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category