• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

প্রচ্ছদ বিশ্ব ভারত কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

মাসুম খান / ১ Time View
সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ভারতের কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর আনন্দবাজারের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভেনি।

ভবনটিতে তীব্র ধোঁয়ার জেরে হোটেলটি ‘গ্যাসচেম্বার’-এ পরিণত হয়। এ কারণে হোটেলের ভেতরে ঢুকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চালাতে দেরি হয়। পরে তারা মই দিয়ে চার ও পাঁচ তলার ঘরের জানলা ভেঙে হোটেলের প্রবেশ করে হতাহতদের উদ্ধার করেন।

এ ছাড়া অনেকে হোটেলের কার্নিশে চলে আসেন। মই দিয়ে তাদের নামানো হয়। হোটেলে কমপক্ষে ৪৭টি ঘর ছিল। প্রায় প্রত্যেকটি ঘরে লোক ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category