• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

জো বাইডেনের বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ

সম্পাদক / ২১৫ Time View
সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে তার বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সিবিএস নিউজ এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে হোয়াইট হাউস শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট বাইডেন ১৫ জানুয়ারি বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ এটি।

এটি হবে তার পঞ্চম এবং সম্ভবত শেষ ওভাল অফিস ভাষণ। সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে ওভাল অফিসে ভাষণ দিয়েছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, জো বাইডেন তার উত্তরাধিকার এবং জাতির সামনে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে তার চিন্তা প্রকাশ করবেন। এ ছাড়া ক্ষমতায় থাকাকালে তার সীমাবদ্ধতা, ভুল ব্য্যখ্যা করে দিকনির্দেশনা দিতে পারেন।

বিদায়ী ভাষণ দেওয়ার ঐতিহ্য দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকে শুরু হয়েছে। তিনি ১৭৯৬ সালে তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়ে আমেরিকানদের দলাদলি এবং দলীয় রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। ওয়াশিংটন কখনও প্রকাশ্যে তার ভাষণ দেননি। তবে তার বক্তব্য সারা দেশের সংবাদপত্রে ছাপা হতো।

১৮৯৩ সাল থেকে সিনেট প্রতি বছর ওয়াশিংটনের জন্মদিনে তার বিদায়ী ভাষণ পাঠ করে আসছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তার সরকারের ভবিষ্যৎ মন্ত্রী-কর্মকর্তাদের মনোনয়ন দেন তিনি। এ ছাড়া ক্ষমতায় গ্রহণের পর কাজের একটি কর্মপরিকল্পনাও প্রকাশ করেছেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category