• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন

ক্ষমতার অপব্যবহার করলে পালিয়ে যেতে হয় : শামা ওবায়েদ

মাসুম খান / ৯৯ Time View
সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ক্ষমতার অপব্যবহার করলে পালিয়ে যেতে হয়। সেটা আমরা স্বৈরাচার হাসিনাকে দেখে শিখেছি। গত সংসদ অর্ধেক দখলে ছিল শেখ পরিবারের। ওই সংসদের এমপিরা যে পরিমাণ অর্থ পাচার করেছেন, তা দিয়ে একটা নয়, অন্তত পাঁচটি পদ্মা সেতু করা যেত।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, যোগ্যতার ভিত্তিতেই ছাত্র-জনতা চাকরি পাবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। যাতে মা-বোনেরা তাদের ছেলেমেয়েদের নিয়ে ৩ বেলা ভাত খেতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়।

বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ছাত্র ও যুবসমাজের জন্য কর্মসংস্থান করবে। কোনো ধরনের দলীয়করণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ও দেশের জনগণের চাহিদা মেটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে মানবিক বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে।

সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ আলী মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, শিক্ষাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, কৃষিবিষয়ক সম্পাদক খায়রুজ্জামান খায়রুল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category