• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থীদের জয়

মাসুম খান / ৫৯ Time View
সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট ছৈয়দ আলম সভাপতি নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির কার্যনিবাহী কমিটির ১৭টি পদে এবার মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট ছৈয়দ আলম-অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেল সভাপতি – সাধারণ সম্পাদকসহ মোট নয়টি পদে জয়ী হয়েছেন।

এছাড়া জামায়াত ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী- মুহাম্মদ নুরুল ইসলাম প্যানেল পেয়েছেন এক সহ-সভাপতিসহ ছয়টি পদ। আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র দুইজন প্রার্থীও নির্বাচিত হয়েছেন এই নির্বাচনে।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছৈয়দ আলম পেয়েছেন ৪৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী পেয়েছেন ৩৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ৩৭২ ভোট পেয়ে পুনঃ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টি নেতা অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার পেয়েছেন ২৭৩ ভোট।

ছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী পেয়েছেন ৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের-২ পেয়েছেন ৩৮৬ ভোট।

উল্লেখ্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবীরা দীর্ঘদিন ধরে ১৭টি পদে ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে নিয়মিত প্যানেল দিতো। দীর্ঘদিনের এই রেওয়াজ ভেঙে এবারই আলাদা প্যানেলে নির্বাচন করেছেন বিএনপি এবং জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবীরা। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত ৩জন আইনজীবী বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category