• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত জেলেনস্কি, দিয়েছেন শর্ত

মাসুম খান / ৬২ Time View
সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তবে তিনি প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত। রোববার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন, আমি তা করতে প্রস্তুত রয়েছি। আর ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে আমি তা করতে পারি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যায়িত করেছিলেন। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এতে আমি বিরক্ত হইনি। তবে একজন স্বৈরাচারী শাসক হয়তো বিরক্ত হতেন।

২০১৯ সালে গণতান্ত্রিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জেলেনস্কি। কিন্তু ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর দেশে সামরিক শাসন জারি করা হয় ও নির্বাচন বাতিল করা হয়। তিনি বলেন, বর্তমানে তার প্রধান লক্ষ্য ইউক্রেনের নিরাপত্তা এবং দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার ‘স্বপ্ন’ নয়।

এ ছাড়া ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিষয়ে আলোচনা করার জন্য আজ ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের নেতারা কিয়েভে আসবেন। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদান বিষয়টি আলোচনায় উঠবে, তবে এ বিষয়ে কতটা অগ্রগতি হবে তা তিনি জানেন না।

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান এবং কিয়েভ ও মস্কোর মধ্যে বড় ভূমিকা পালন করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category