• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ

মাসুম খান / ৬৭ Time View
সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনের। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং জাহিদ আহসান।

তথ্যমতে, এ ছাত্র সংগঠনের নাম বিপ্লবী ছাত্র শক্তি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সাবেক সমন্বয়ক। এর কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হচ্ছেন জাহিদ আহসান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হচ্ছেন হবেন আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলম।

এ ছাড়া কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র পদে নারী থাকছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় মুখপাত্র হচ্ছেন আশরেফা খাতুন এবং ঢাবি শাখার মুখপাত্র হচ্ছেন রাফিয়া রেহনুমা হৃদি।

না গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্র সংগঠন। তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র-নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্রসংগঠনের মূলমন্ত্র। বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছেন তারা। এ ছাড়া নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিক্স’ তৈরির পরিকল্পনা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category