• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহত

মাসুম খান / ৪৬ Time View
সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯) আহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

সানির অভিযোগ, তিনি তারাবির নামাজ শেষে পুরোনো বাসস্ট্যান্ডে যাওয়ার পর ৫-৭ জন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিদকেও মারধর করে হামলাকারীরা। হামলায় সানির পিঠ ও হাত এবং তার ভাইয়ের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহত দুজনের মধ্যে সানির শরীরে আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তার কোথাও ভেঙেছে কিনা।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে  জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবাহান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category