• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

স্ত্রীর দিকে দৃষ্টি দেওয়ায় খালুর চোখ তুলল যুবক

মাসুম খান / ৪৩ Time View
সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দেওয়ার কারণে রাগান্বিত হয়ে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবক তার খালু শহিদুল ইসলামের (৬০) দুই চোখ উপড়ে ফেলেছে বলে জানিয়েছে পুলিশ। যশোরে এ ঘটনার চার ঘণ্টার মাথায় সাদ্দামকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলনে, ঘটনা জানতে পেরে পুলিশের তিনটি টিম গঠন করা হয় সাদ্দামকে আটকের জন্য। পরে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে পুলিশের একটি টিম তাকে আটক করতে সক্ষম হয়।

স্ত্রীর দিকে দৃষ্টি দেওয়ায় খালুর চোখ তুলল যুবক

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম শহিদুল ইসলাম সম্পর্কে আসামি সাদ্দামের খালু। দীর্ঘদিন ধরে আসামির সন্দেহ তার স্ত্রীর সঙ্গে খালু শহিদুল ইসলামের শারীরিক সম্পর্ক রয়েছে। এ ছাড়া তার খালু মাঝেমধ্যেই তাকে বলত তার (খালু) ওপর জিনের আসর রয়েছে। সেই জিনে ভর করে সে সাদ্দামের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এ ধরনের কথাবার্তা শোনার পর সাদ্দাম রাগান্বিত হয়ে পড়ে এবং তার খালু শহিদুল ইসলাম যে চোখ দিয়ে তার স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, সেই চোখ উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় আসামি বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর শহরের বকচর সাকিনস্থ করিম পাম্পের সামনে জনৈক আল আমিনের মুদি দোকানের সামনে ভিকটিম শহিদুল ইসলামকে দেখতে পেয়ে সাদ্দাম তার কাছে যায় এবং দুজনে কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে সাদ্দাম তার খালুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বুকের ওপর উঠে বসে এবং আঙুল দিয়ে শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে দেয়। এ সময় শহিদুলের চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে সাদ্দাম দ্রুত পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category