• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

আশাশুনি উপজেলা বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাসুম খান / ৫১ Time View
সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স.ম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা শুরু হয়।

সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশিকুর রহমান তুহিন, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, শেখ আব্দুর রশিদ, নুরুল হক খোকন, আব্দুল আলিম, আবু হেনা মোস্তফা কামাল, অ্যাড এবিএম সেলিম, অ্যাড. গোলাম গনি দুদু, শাহরিয়ার জামান, খালিদুজ্জামান টিপু, আব্দুল করিম ঢালী, রবিউল আওয়াল ছোট, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম টোকন, আজহারুল ইসলাম মন্টু, তুহিন উল্যাহ তুহিন, জুলফিকার আলি জুলি, আরাফাত রহমান পলাশ, আমির হোসেন বাদশা, হাবিবুল্লাহ হাবিল, ইউনুস আলী, আক্তারুজ্জামান আকতার, আজগার আলী, মাসুদ করিম, মফিজুল ইসলাম, খোরশেদ আলমসহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি নেতা এবং অঙ্গ সংগঠনের নেতারা।

এসময় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব বিষয় ও পেছনের ভেদাভেদ ভুলে গিয়ে আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক কাতারে আসতে সব পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আশাশুনি উপজেলা বিএনপির সব নেতারা একসঙ্গে বসে ইফতার মাহফিল সফল করার জন্য একমত পোষণ করেন। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রত্যেক ইউনিয়নে পৃথক পৃথক ইফতার মাহফিল হবে এবং আগামী ২১ রমজান আশাশুনিতে উপজেলা পর্যায়ের ইফতার মাহফিল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category