• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

সাতসকালেই থানায় হাজির স্বরাষ্ট্র উপদেষ্টা

মাসুম খান / ৪৯ Time View
সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ঢাকার চারটি থানা পরিদর্শন করেছেন।

সোমবার (১০ মার্চ) ভোরে তিনি থানাগুলো পরিদর্শন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানা পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা-সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও বেশি তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্ট-তল্লাশি চৌকি পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহল টিমের কার্যক্রম মনিটরিং করেন।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category