• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

খাল অবৈধ বাঁধমুক্ত করল স্থানীয়রা

মাসুম খান / ৫০ Time View
সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

বরগুনার আমতলীর সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামসংলগ্ন শিংখালী খালে অবৈধভাবে বাঁধ দিয়ে ১৭ বছর ধরে মাছ চাষ করছিল প্রভাবশালীরা। সাধারণ মানুষকে খালের পানিও ব্যবহার করতে দেওয়া হতো না।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ওই এলাকার জনপ্রতিনিধি, বিএনপি নেতা এবং স্থানীয়রা খালটি বাঁধমুক্ত করে।

সবার জন্য খালটি উন্মুক্ত করে দেন আমতলী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ খান তাপস, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিমু আকন, সাবেক ইউপি সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিদা বেগম, আমতলী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি রিয়াদ খান, আমতলী সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনাম সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোলায়মান গাজী প্রমুখ।

ফিরোজ খান তাপস বলেন, কয়েকজন আওয়ামীপন্থি ব্যক্তি শিংখালী খালে বাঁধ দিয়ে মাছ চাষ করত। সাধারণ মানুষও এখানকার পানি ব্যবহার করতে পারত না। তাদের অভিযোগের ভিত্তিতে খালের বাঁধ কেটে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category