• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

ফ্যাসিবাদের দোসরদের থেকে গণমাধ্যম ‘স্বাধীন’ হয়নি : শিশির

মাসুম খান / ৬০ Time View
সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে গণমাধ্যম এখনও ‘স্বাধীন’ হয়নি। আওয়ামী-ভারতীয় এজেন্টমুক্ত গণমাধ্যমের স্বপ্ন আমাদের এখনও অপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে শিশির এ ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার এখন টেলিভিশনের এক উপস্থাপিকা লাইভে নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে শুয়োর বলে গালি দেওয়ায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

জয়নাল আবেদীন শিশির ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশের গণমাধ্যম এখনও আওয়ামী-ভারতীয় এজেন্টদের হাতে পরাধীন।

ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে গণমাধ্যম এখনো ‘স্বাধীন’ হয়নি। আওয়ামী-ভারতীয় এজেন্টমুক্ত গণমাধ্যমের স্বপ্ন আমাদের এখনো অপূর্ণ।

নাগরিক পার্টির শীর্ষ নেতা সারজিস আলমকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের এক উপস্থাপিকার আপত্তিকর মন্তব্যই প্রমাণ করে—দেশের গণমাধ্যমে কতটা গণঅভ্যুত্থানবিরোধী জনবল রয়েছে! আওয়ামী এজেন্টদের দৌরাত্ম্য কতটা গভীরে প্রোথিত, তা সহজেই অনুমেয়।

তবে ঘটনার পরপরই এখন টেলিভিশন ওই উপস্থাপিকাসহ সংশ্লিষ্ট তিনজনকে চাকরিচ্যুত করেছে বলে জানতে পেরেছি। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

একই সঙ্গে, পুরো গণমাধ্যমকে হাসিনার দোসরদের হাত থেকে মুক্ত করার জোরালো দাবি জানাচ্ছি। সরকার বাহাদুরের প্রতি আহ্বান—এবার ঘুম ভাঙান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category