• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

‘ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে’

মাসুম খান / ৪৫ Time View
সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, বাংলাদেশর জনগণ গত ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি। আজ বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশে যতক্ষণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ বিএনপি রাজপথে আছে রাজপথে থাকবে।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলে এলাহী কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাত, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী, উপজেলা বিএনপির সহসভাপতি মাছউদুর রহমান বাবর, সহসাধারণ সম্পাদক লুৎফল্লাহিল মজিদ নিশান, হাতিয়া দ্বীপ কলেজ সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আশিক ইকবাল, জেলা যুবদল সহসভাপতি মোজাম্মেল হোসেন আজাদ, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরাসহ বিভিন্ন পেশার দুই সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category