• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্ট্রং ফিটনেস এর আড়ালে চলছে মা মিসেস ফাতেমা বেগম ও তার মেয়ে ডাক্তার শামীমা সুমার প্রতারণার জমজমাট ব্যবসা।। আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি : রিজভী জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয় : চিফ প্রসিকিউটর প্রচ্ছদ জাতীয় নিষেধাজ্ঞার বিবৃতিতে আ.লীগের নেতা-কর্মীদের নিয়ে যা বলল সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা সকাল থেকে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে কেরানীগঞ্জে রাজধানী যাত্রাবাড়ীতে পালিত হচ্ছে শ্রম দিবস তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী প্রচ্ছদ বিশ্ব ভারত কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪ অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত

শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে ইফতার করল গণতান্ত্রিক ছাত্রসংসদ

মাসুম খান / ৬১ Time View
সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

শহীদ পরিবার ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণইফতার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এসময় জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ ইকরামুল হক সাজিদের বড় বোন ও শহীদ আনাসের পরিবার উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত হয় ইফতার মাহফিলটি।

ইফতারে জবি ছাত্রশিবিরের আইন সম্পাদক সোহাগ আহমেদ বলেন, বিগত সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ঐক্যই ছিল আমাদের শক্তি। একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এ ঐক্যকে ভেঙে দিতে চায়। সবার প্রতি আহ্বান, আমরা যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্নে বিভক্ত না হই।

আবু বাকের মজুমদার বলেন, অনেকে বলাবলি করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি দেখেছি শাহবাগে যে কয়টি মিছিল গেছে, তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো।

জানা গেছে, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য এ আয়োজনটি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আয়োজনের পেছনে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category