• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের স্ত্রী আর নেই

মাসুম খান / ৩৭ Time View
সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃত্যুকালে স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়ে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল।.

শায়রুল কবির খান জানান, আগামীকাল বুধবার (১৯ মার্চ) বাদ জোহর বনানী ডিওএইচএস মসজিদে নামাজের জানাজা শেষে মিরপুরে শ্বশুর-শাশুড়ির কবরের পাশে অলিফা আকতার কান্তা ইসলামকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category