• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানে আহত ২২৯ জনকে ইফতার ও শুভেচ্ছা চিঠি তারেক রহমানের

মাসুম খান / ৩৮ Time View
সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

এবারের রমজান মাসে ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। সংগঠনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় জেডআরএফ। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন যোদ্ধাদের সম্মানে জেডআরএফ’র উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পৃথকভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলাই অভ্যুত্থানে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১২০ জন বীরযোদ্ধার হাতে ইফতার সামগ্রী সম্বলিত দৃষ্টিনন্দন বক্স এবং জেডআরএফ’র প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষে প্রত্যেকের নামে একটি শুভেচ্ছা চিঠি পৌঁছে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিমের বাবা শফি আলম উপহার সামগ্রী তুলে দেন।

আহত যোদ্ধাদের উদ্দেশ্যে তারেক রহমান তার চিঠিতে বলেন, ‘সম্মানিত সংগ্রামী বীর, আসসালামু আলাইকুম। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আপনাকে জানাই আমার অন্তরের গভীরতম অনুভূতি। এই পবিত্র রমজানের সময়, যখন আমরা সংযম ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি, তখন আপনার অসীম সাহস ও আত্মত্যাগ আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। আপনার শারীরিক ও মানসিক যন্ত্রণা আমাদের ব্যথিত করে, কিন্তু একই সঙ্গে আপনার অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়। জাতির জন্য আপনার ত্যাগ ও সাহসিকতা আমাদের গর্বের বিষয়। আপনি যে কষ্ট সহ্য করেছেন, তার প্রতিদান আমরা কখনোই সম্পূর্ণভাবে দিতে পারব না, তবে আপনার পাশে থাকাই আমাদের দায়িত্ব। এই সামান্য ইফতার আমাদের ভালোবাসার স্পর্শ, আমাদের শ্রদ্ধার নিদর্শন, আমাদের অঙ্গীকারের প্রতীক- আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব। আমরা জানি, আপনার যন্ত্রণা গভীর, কিন্তু আমরা আশা করি জাতির ভালোবাসা ও দোয়া আপনাকে শক্তি দিবে। আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করুন। আপনার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।

পঙ্গু হাসাপাতালে ১০৯ জন আহত বীর যোদ্ধার মাঝে ইফতার সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান, জেডআরএফ’র ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়রুন্নবী মজুমদার বাবলা, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, কৃষিবিদ ড. আব্দুল করিম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. আব্দুল করিম, ডা. একেএম মাসুদ আখতার জীতু, মামুন বিন আব্দুল মান্নান, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল।

অন্যদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১২০ জন বীর যোদ্ধার হাতে ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ডাইরেক্টর অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, জেডআরএফ’র ডা. এএইচএস হায়দার পারভেজ, ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফ’র ইফতার মাহফিল উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, আমিরুল ইসলাম কাগজী, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, শফিকুল ইসলাম। তারা আহতদের সঙ্গে চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category