• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গ্রিন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাসুম খান / ৩৫ Time View
সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন সিটি নামে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।

বুধবার (১৯ মার্চ) রাত ২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তারাবো বিশ্বরোড এলাকার গ্রিন সিটি মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তারাবো ব্রিজে যানজটের কারণে গিয়ে পৌঁছাতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category